ঐতিহাসিক ও ভৌগোলিক দিক থেকে গুরুত্বপূর্ণ জেলা নাটোরে হাজার ১৯৬৯ সালে রাজশাহী জেলার অধীনে নাটোর উপ-বিভাগীয় অফিস হিসেবে যাত্রা শুরু হয়। ১৯৮৮ সালে পূর্ণাঙ্গ বিভাগীয় অফিস কার্যক্রমের সূচনা ঘটে।
বিশেষ অর্জন/স্বীকৃতি সমূহঃ
- জেলা পর্যায়ে সাধারণত দলগত ক্যাটাগরিতে ‘জনপ্রশাসন পদক-২০১৮’ অর্জন ।
- তৃতীয় জাতীয় উন্নয়ন মেলা ২০১৮ (জানুয়ারি)-তে নাটোর জেলায় অংশগ্রহণকারী দপ্তর সমূহের মধ্যে তৃতীয় স্থান লাভ।
- চতুর্থ জাতীয় উন্নয়ন মেলা ২০১৮ (অক্টোবর)-তে নাটোর জেলায় অংশগ্রহণকারী দপ্তর সমূহের মধ্যে কারিগরি শ্রেণিতে তৃতীয় স্থান লাভ।
- মাননীয় প্রতিমন্ত্রী, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ কর্তৃক নাটোর জেলার সিংড়া উপজেলায় একটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন স্থাপনের স্বীকৃতিস্বরূপ ধন্যবাদ জ্ঞাপন পত্র প্রদান।
- মাননীয় প্রতিমন্ত্রী, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ কর্তৃক নাটোর জেলার সিংড়া উপজেলায় লালোর ইউনিয়ন ভূমি অফিস নির্মাণের স্বীকৃতিস্বরূপ ধন্যবাদ জ্ঞাপন পত্র প্রদান।
- জেলা প্রশাসক, নাটোর কর্তৃক নাটোর জেলার বিভিন্ন উপজেলায় ইউনিয়ন ভূমি অফিস নির্মাণের স্বীকৃতিস্বরূপ ধন্যবাদ জ্ঞাপন পত্র প্রদান।
- নাটোর আধুনিক সদর হাসপাতাল কর্তৃক করোনাভাইরাস মোকাবেলায় জরুরী বিশেষ ব্যবস্থা গ্রহণের স্বীকৃতিস্বরূপ ধন্যবাদ জ্ঞাপন পত্র প্রদান।
নির্মিত উল্লেখযোগ্য স্থাপনাসমূহঃ
- সার্কিট হাউস, জেলা কারাগার, পুলিশ লাইন্স, আধুনিক সদর হাসপাতাল
- জেলা প্রশাসকের কার্যালয়, জেলা জজ আদালত ভবন, পুলিশ সুপারের কার্যালয়, সিভিল সার্জনের কার্যালয়, গণপূর্ত নির্বাহী প্রকৌশলীর কার্যালয়
- শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবিশন সেন্টার , নাটোর টেক্সটাইল ইনস্টিটিউট, ফায়ার স্টেশন, নলডাঙ্গা কারিগরি প্রশিক্ষন কেন্দ্র, পুলিশ হাইওয়ে থানা, পুলিশ তদন্ত কেন্দ্র, পুলিশ থানা, জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, জেলা সার্ভার স্টেশন, ইউনিয়ন ভূমি অফিস ইত্যাদি।